আনলিমিটেড শর্ট ভিডিও তৈরি করুন AI দিয়ে খুব সহজে কোনো সাবস্ক্রিপশন ছাড়াই

Image by rawpixel.com on Freepik

আজকাল শর্ট ভিডিওগুলোর কদর অনেক বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে । আজকাল শর্ট ভিডিও তৈরি করে অনেকেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করে নিতেছে ।

আপনিও কি শর্ট ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই পোষ্টি আপনার জন্য ।

অনলাইনে অনেক AI Tool  রয়েছে যেগুলো বেশির ভাগ Paid tool . আজকে আমি আপনাদের এমন একটি AI Tool এর কথা বলবো যেটা সম্পুন্য Free, এই AI Tool দিয়ে আপনারা সুন্দর সুন্দর Short Video তৈরি করতে পারবেন । এটি Free Tool হলেও এর জেনারেট করার ক্ষমতা অনেক সুন্দর । Google এ অনেক Free Ai short video Tool রয়েছে কিন্তু আমার এই Tool টি সবচেয়ে ভালো লেগেছে ।

AI আনলিমিটেড শর্ট ভিডিও তৈরি করুন Free

আজকে আমি যেই Ai Tool এর কথা বলবো সেটার নাম হচ্ছে Hailou Ai . এটি চায়নার ডেভেলপ করা একটি ওয়েবসাইট তাই এর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ চাইনিজ । এই সাইটে কাজ করার জন্য ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে নিতে হবে ।

Free Ai Short Video Tool Name : Hailuoai.com 

প্রথমে ওয়েবসাইটের লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে নিতে হবে ।

এরপর নিচে দেখতে পারবেন create a video নামে একটি option আছে সেখানে ক্লিক করে নিবেন তারপর আপনাদের সামনে রেজিস্ট্রেশন করার Option আসবে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে হবে ।

এখানে জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে । জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে prompt লেখার একটি Option আসবে সেখানে Idea মতো কিছু লিখবেন । কারণ Ai নিজে নিজে কোন Video make করতে পারেনা  ।

আপনাদের দেখানোর জন্য আমি একটি ছোট prompt লিখলাম  ।

এরপর create option এ ক্লিক করলে Short Video তৈরি হতে শুরু করবে । দেখুন নিচে আমার দেওয়া prompt এর ভিডিও তৈরি হতে শুরু হয়ে গেছে ।

এবার দেখুন আমার দেওয়া prompt এর ভিডিও তৈরি হয়ে গেছে ।

এটি free হওয়ার কারনে ভিডিও তৈরি হতে একটু সময় লাগতে পারে । 

এবার ভিডিওটি Download দেওয়া জন্য ভিডিওটিতে ক্লিক করে Download লেখায় ক্লিক করলে ভিডিওটি  Download হতে শুরু হবে ।

শেষ কথা :

এটি একটি Free Site তাই ভিডিও তৈরি হতে একটু সময় লাগতে পারে । আর একটি কথা হচ্ছে এর watermark থাকে ভিডিওতে যা খুব ছোট আকারে । একটু খুজাখজি করলে  watermark ছাড়া Download দিতে পারবেনন ।

error: Content is protected !!
Scroll to Top