আমরা সকলে ইন্টারনেট দুনিয়ায় বসবাস করছি । বলা চলে এখনকার দিনে কেউ ইন্টারনেট ছাড়া একমুহুত্ব থাকতে পারিনা ।
বর্তমান যুগে সকলের কাছে মোবাইল ফোন রয়েছে । এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যোগাযোগ করতে পারি । কিন্ত অনেক কাজ কম্পিউটার ছাড়া করা একেবারে অসম্ভব । আজকের দিনে স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় , বিল পেমেন্ট , সহ সকল ইন্টারনেট ব্যবস্থার জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয় ।
তাই আমি আজকে আপনাদের কাজের গতি বড়ানোর জন্য কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ KEY শেয়ার করবো , যা আপনাদের অনেক কাজে লাগবে –
কিছু গুরুত্বপূর্ণ Windows KEY শেয়ার করা হলো –
কম্পিউটারের দরকারি KEY
- “*Ctrl+A*” = সকল কিছু TEXT কে একসাথে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় ।
- “*Ctrl+B*” = যেকোনো TEXT কে BOLD করার জন্য ব্যবহার করা হয় ।
- “*Ctrl+C*” = Ctrl+C দিয়ে সিলেক্ট করা TEXT কে কপি করার কাজে ব্যবহার করা হয় ।
- “*Ctrl+D*” = লেখার ফন্ট পরিবর্তনের জন্য Ctrl+D KEY ব্যবহার করা হয় । ;
- “*Ctrl+E*” = সিলেক্ট করা TEXT কে মাঝামাঝি করতে এই KEY USE করা হয় ।
- “*Ctrl+F*” = কোনোকিছু সার্চ করার জন্য ব্যবহার করা হয় । যেমন – APPS , Setting , File Etc
- “*Ctrl+I*” = লেখাকে ভাজ করা ইটালিক করার জন্য Ctrl+I ব্যবহার করা হয় ।
- “*Ctrl+K*” = যেকোনো TEXT এর ভিতর লিংক এড করার কাজে ব্যবহার করা হয় ।
- “*Ctrl+M*” = যেকোনো লেখাকে মুভ করা বা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ।
- “*Ctrl+N*” = নতুন ফাইল তৈরি বা নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয় ।
- “*Ctrl+O*” = নতুন ফাইল OPEN করার জন্য ব্যবহার করা হয় ।
- “*Ctrl+P*” = কোনো কিছু PRINT করার জন্য । যেকোনো কিছু PRINT করার জন্য Ctrl+P
- “*Ctrl+Q*” = PROGRAM OFF করার জন্য
- “*Ctrl+R*” = ওয়েবসাইটের যেকোনো পেজ reload করতে ব্যবহার করা হয় ।
- “*Ctrl+S*” = Microsoft Word এর FILE SAVE করার কাজে ব্যবহার হয় ।
- “*Ctrl+U*” = Text এর নিচে Underline করার জন্য
- “*Ctrl+V*” = লেখা কপি করার পর পেস্ট করার জন্য Ctrl+V ব্যবহার করতে হয় ।
- “*Ctrl+X*” = লেখা কাট করার কাজে লাগে
- “*Ctrl+Z*” = ভূল করে কিছু মুছে গেলে তা আনডু করার কাজে ব্যবহার করা হয় ।
@@: Function Shortcut KEY :@@
- “* F2 *” = File Name Change করার কাজে ব্যবহার করা হয় ।
- “* F4 *” = Windows Off করার জন্য ব্যবহার করা হয় । এটা দিয়ে আপনার PC off খরতে পারবেন Alt+F4
- “* F5 *” = F5 refresh করার জন্য । ওয়েবসাইট লিংক Refresh করা যায় ।
- “* F6 *” = ওয়েবসাইটের লিংক বারে যাওয়ার জন্য ।
- “* F7*” = Grammer Chack করার জন্য । বিশেষ করে microsoft word এ grammer chack করার কাজে ব্যবহার করা হয় ।
- “* F8 *” = WINDOWS instasll করার সময় ব্যবহার করা হয় F8
- “* F9 *” = F8 এটি বিশেষ করে Microsoft word ফাইল রিফেশ করার কাজে লাগে
- “* F11 *” = WINDOW FULL SCREEN করে চালানোর জন্য ব্যবহার করা হয় ।
@@: ALT KEY এর ব্যবহার :@@
- “* Alt+E *” = Alt+E ইহা ইডিট মেনু Open করার কাজে ব্যবহার করা হয় ।
- “* Alt+F *” = Alt+F ইহা ফা্মইল মেনু Open করার কাজে ব্যবহার করা হয় ।
- “* Alt+F 4 *” = WINDOWS OFF করার জন্য এই Shortcut KEY USE করা হয় ।
- “* Alt+Tap *” = Alt+Tap বিভিন্ন Windows সুইজ করার কাজে লাগে ।
- “*Alt+Print+Screen “* = Screenshort নেওয়ার কাজে লাগে ।
আপনি যদি এই KEY গুলো ভালোভাবে শিখতে পারেন তাহলে খুব সহজে কম্পিউটারের যেকোনো কাজ সহজে করতে পারবেন । এই KEY গুলো শিখে আপনার কাজের গতি বহুগুন বাড়িয়ে নিন । অন্যের চেয়ে কাজ অনেক দ্রুত করতে পারবেন ।